Emad89

Emad89

Emad89

  • Not Specified | |
প্রশ্ন-উত্তর সমূহ 1.25k বার দেখা হয়েছে | এই মাসে 1.25k বার
1 টি প্রশ্ন দেখা হয়েছে 1.25k বার
0 টি উত্তর দেখা হয়েছে 0 বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

বিপদে আছি প্লিজ ১জন হলেও উত্তর দিন যথার্থ ভাবে?

আমি এ ইয়ারের নবম শ্রেণির ১জন ছাত্র।গত ইয়ারে জেএস সি তে জিপি এ ৫.০০ পেয়েছি এ বছর নবম এ ভর্তি হয়ে বই পত্র এনে আর যাই নি স্কুলে।এখন  esif বা রেজিস্ট্রেশন হয়ে গেছে জমা দেয়া শেষ কিন্তু আমি জেনেও যাই নি বা করা হয় নি।প্লিজ ভাই হেল্প করুন রেজিস্ট্রেশন করার কি কোনো সুযোগ আছে?? আমিতো ভর্তি কৃত স্টুডেন্ট যাস্ট কারন বশত যেকোনো কারনেই হোক এতদিন যাই নি।না বুঝে কেউ বাজে কোনো ধারনা করবেন না।তবে ২ ইয়ার গ্যাপ গেছে স্টাডি লাইফে এ কারনে আগের মতো আগ্রিহ বা মনোযোগ দিতে পারছিলাম না লেখা পড়ায় বন্ধুরা সবাই এস এস সি দিয়ে এবার স্কুল লাইফ পার করেছে আর ক্লাস ফাইভ এ আমি ট্যালেন্ট পুল এ বৃত্তি পেয়েছিলাম। আমি অনলাইন ঘেটে দেখেছি ভর্তিকৃত/অধ্যয়নরত নয় এমন স্টুডেন্ট দের জন্য হুশিয়ারি আছে বোর্ড কর্তক অনুমতি ছাড়া তাদের জন্য রেজিস্ট্রেশন না করা।প্লিজ কেউ হেল্প করুন আমি ঢাকা বোর্ড অধীন। আমি পডতে চাই।কোনো অনৈতিক পন্থায় নয়।এখনো may be সম্ভব তবে আমি প্রায় ভরসাহীন এচছাড়া আমার ১টা বাজে অভ্যাস ইন্টারনেট নিয়ে পড়ে থাকা গত ইয়ার কারো কাছে টিচিং নেয় নি তবুও ভালো করেছি এখন আমার আগ্রহ কম হলে ইদানিং বুঝতে পারছি আমায় কেউ পছন্দ করে না। পড়ালেখা ছেড়ে দেয়া বোধ হয় অভিশাপ।প্লিজ সময় থাকতে হেল্প করুন।প্রয়োজনে board site টা দেখে নিবেন আর এ বিষয়ে বা ভালো ইনফো জানলে kindly লিখে হেল্প করবেন এটা খুবি সিরিয়াস বিষয়। বোর্ড মেইল এ অনেক চেষ্টা করেছি মেইল যায় নি। 

0 likes | 2854 views