ssc পরিক্ষার GPA কিভাবে নির্ধারণ করা হয়?
Share with your friends
Junait

Call

প্রথমে এটা জেনে নিন --------------

Marks = Grade = GPA

80 – 100% = A+ = 5.00

70 – 79% = A = 4.00

60 – 69% = A- = 3.50

50 – 59% = B = 3.00

40 – 49% = C = 2.00

33 – 39% = D = 1.00

0 – 32% = F = 0.00

এখন মুল উত্তর ------------------

GPA বের করার নিয়ম -

SSC পরীক্ষায় সব গুলো বিষয়ে আপনার প্রাপ্ত

পয়েন্ট যোগ করুন ফোর সাবজেক্ট বাদে।

এখন ফোর সাবজেক্ট যে পয়েন্ট সেটার থেকে

২ বিয়োগ করুন। যদি ৫ হয় তাহলে ৩ হবে তবে

যদি ২ বা তার চেয়ে কম হলে - পয়েন্ট হবে না কখনও।

মোট প্রাপ্ত নম্বরের সাথে ফোর সাবজেক্টের প্রাপ্ত নম্বর

যোগ করুন (বিয়োগ করার পর যে নম্বর হয়)।

এবার মোট পয়েন্ট কে ভাগ করুন।

যত গুলো সাবজেক্ট তত দিয়ে ভাগ করতে হবে

কিন্তু ফোর সাবজেক্ট বাদ দিতে হবে। আরও

সহজে বুঝুন----------

মোট বিষয় = ১০ হলে

মোট পয়েন্ট = ৪২ হলে (ফোর সাবজেক্টের -২ হিসাব করে)


তাহলে প্রাপ্ত পয়েন্ট  = ৪২ ÷ ৯

মূল কথা হলো --- ফোর সাবজেক্ট এর পয়েন্ট যোগ হবে

কিন্তু বিষয় এর পরিমানে গণনা করা হবে না।

আশা করি বুঝেছেন। ****     ধন্যবাদ      ****

Talk Doctor Online in Bissoy App