Call

আপনার কিবোর্ড শর্ট হয়ে গেসে , আপনি ২টা  কাজ করতে পারেন, আপনাকে এক্সট্রা কীবোর্ড use  করতে হবে (উল্লেখ্য আপনার এই কীবোর্ড পরিবর্তন করলে এই ২টা  কাজ না করলেও চলবে )

১. নিজে নিজে কিবোর্ড ডিসএবল করে দিতে পারেন ,যা করতে ল্যাপটপ খুলতে হবেনা , তবে উইন্ডোস দেয়ার পর আবার করতে  হবে একই কাজ ,

২. নিকটস্ত সার্ভিস সেন্টার এ গিয়ে বললে তারা কিবোর্ডটা ডিসএবল করে দিবে ,এক্ষেত্রে ল্যাপটপ খুলে করবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ