Symphony W68 মোবাইলে কিভাবে Jelly Bean থেকে Kitkat Version আপগ্রেড করবো? প্রায় অনেকেই Symphony W68 Jelly Bean Version Mobile এ Lollipop Version ব্যবহার করছে । কিন্তুক কিভাবে? বিকল্প পদ্ধতিতে Rom! আমিও তা করতে চাই! ললিপপ এর দরকার নাই Kitkat হলেই চলবে! কিন্তুক করবো কিভাবে কোনে রকম ঝামেলা এবং সমস্যা ছারাই? কোনো Launcher ছারাই! সবার কাছে সাহায্য চাই!
Share with your friends
TarikAziz

Call

প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিং-এ

গিয়ে about phone- এ গিয়ে দেখেন  আপনাকে

 কিটক্যাট আপডেট দিয়েছে কিনা, যদি দেয় তাহলে

আপডেট করিয়ে নিন, নাহলে google-এ সার্চ

করে দেখেন, আপনার মোবাইলের জন্য কোনো

কিটক্যাটের  কাষ্টম রম আছে কি না, যদি থাকে তাহলে

 সেটি ডাউনলোড করে মোবাইলটিকে রিকোভারি মোড-এ

নিয়ে গিয়ে কাষ্টম রমটিকে ইনস্টল করে নিন, 

হয়ে যাবে।

Talk Doctor Online in Bissoy App