যদি অ্যানড্রয়েড মোবাইল হয় তাহলে  gmail app দিয়ে পাঠাতে পারবেন। উপরের ডানদিকে প্রথম ঘরে ক্লিক করলে Attach file লেখা আসবে। সেখান থেকে ছবি Addকরে পাঠিয়ে দিন।

Talk Doctor Online in Bissoy App

পিসিতে gmail এ compose এ গিয়ে নিচে ক্লিপ এর মতো চিহ্নটিতে ক্লিক করে যে ইমেইজটি পাঠাতে চান সেই ফোল্ডারে গিয়ে image টি select করুন।

Talk Doctor Online in Bissoy App
theViper

Call

আশা করি আপনি এই নির্দেশসমূহের মাধ্যমে  ছবি পাঠাতে বেশ সহায়ক হবেন

১। প্রথমে আপনার জিমেইল একাউন্টটি সাইন ইন (Sing In) করুন এবং COMPOSE বাটনে ক্লিক করুন। আপনি ক্লিক করার সাথে সাথে একটি সাব-পেইজ দেখতে পাবেন।

Click Compose Button

চিত্রঃ ১।

২। আপনি যে ঠিকানায় ছবি পাঠাতে চাচ্ছেন সেই ঠিকানা To বাটনে ক্লিক দিয়ে টাইপ করুন এবং Subject অপশনে ছবির টাইটেল লিখতে পারেন অথবা নাও লিখতে পারেন, তাতে কোন সমস্যা নেই। এখন আপনি ছবি আইকনে ক্লিক করুন।

Click Upload Photo

চিত্রঃ ২।

৩। আপনার পছন্দের ছবি আপলোড করতে Upload অপশনে ক্লিক করুন তারপরে আবার Choose Photos to Upload অপশনে ক্লিক করুন।

Your choos Upload Photo

চিত্রঃ ৩।

৪। এখন আপনার পছন্দের ছবি যে ফোল্ডারে রেখেছেন সেই ফোল্ডারে গিয়ে ছবি সিলেক্ট করুন। আমি এখানে Desktop-এ ছবি রেখে দেখাচ্ছি। অতএব Desktop/Computer অপশনে ক্লিক করুন তারপরে পছন্দের ছবিটি সিলেক্ট করে Open বাটনে ক্লিক করুন।

Open Your photo

চিত্রঃ ৪।

৫। এখন আপনার পছন্দের ছবিটি আপলোড হল অস্পষ্ট আকারে এবং একটি সাব-পেইজ দেখতে পাবেন, তার নিজে Ok বাটনে ক্লিক করুন।

Click Ok Button

চিত্রঃ ৫।

৬। আপনার পছন্দের ছবিটি স্পষ্ট আকারে দেখতে পাচ্ছেন। এখন Send বাটনে ক্লিক করুন এবং ক্লিক করার সাথে সাথে ছবিটি আপনার সেই ঠিকানায় পৌঁছে গেছে।

Click Send Button


Talk Doctor Online in Bissoy App