Samsung S5 lolipop 5.1 version এ poweramp & poweamp unlocker install করছি, কিন্তু এটা একটা সময় পরে stop হয়ে যায়, youtube vedio দেখে lucky pacher install করে সেই অনুযায়ী কাজ করলাম কিন্তু এটা full version active হয়না।
Share with your friends

এটা ফুল ভাসর্ন যদিও আপনি হ্যাক করে নিয়েছেন, কিন্তু এটার লাইসেন্স চেক করতে গেলে দেখাবে যে আপনি এটা টাকা দিয়ে কিনেন নি। তাই এটা কয়েকদিন চলার পর বন্ধ হয়ে যাবে। টাকা দিয়ে কিনলে ওদের কাছে একটা লাইসেন্স থাকবে, তখন আর বন্ধ হবে না।

Talk Doctor Online in Bissoy App
TarikAziz

Call

https://m.youtube.com/watch?v=ofkySElE_I8 ভিডিওটি দেখেন, আবার চেষ্টা করেন, আমি এইভাবেই পেরেছি।

Talk Doctor Online in Bissoy App

আমার কাছে ক্র্যাক টা আছে... লাগলে 'নক' করতে পারেন।কোন সমস্যা ছাড়াই 3 মাস চালাচ্ছি

Talk Doctor Online in Bissoy App