শেয়ার করুন বন্ধুর সাথে

আলকুশী যেথায় পাবেন,আলকুশী মুলত শীত কালেই হয় এর গাছ দেখতে অনেকটাই শিম গাছের মতই,এখন এই সময়ে আলকুশী পেতে হলে আপনার নিকটস্ত কোন আয়ুর্বেদি বকাল ভান্ডারে গিয়ে সেখান থেকে এটি সংগ্রহ করতে পারবেন।আমার জানামতে সাতক্ষীরা জেলা প্রফারে সকল বকাল ভান্ডারে দোকানে আলকুশী পাওয়া যায়।আপনি আপনার জেলাধীন বাকাল ভান্ডারে অনাআসেই এটি পেয়ে যাবেন বলে আশাকরি।এবার আপনাকে জানাবো আলকুশীর ক্বাথ কিভাবে তৈরী করতে হয়।# প্রথমে আলকুশীর দানাগুলি নিন। এবার আপনি যে পরিমান দানা নিবেন তার ষোল গুন পানি নিন। এবার পানি এবং দানা গুলি একটি মাটির পাত্রে দিয়ে হালকা আঁচে জ্বাল দিন। এবার যে পরিমান পানি দিবেন তার অর্ধেক থাকতে নামিয়ে ছেকে নিন, তৈরী হয়ে গেল আলকুশীর ক্বাথ। আশা করি ববুঝতে অসুবিধা হবেনা।অসুবিধা হলে কিংবা এ বিষয়ে আরো জানতে মন্তব্য করুন।[email protected]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ