এর জন্য আপনার লাগবে একটা ব্যাক টু ব্যাক স্টেরিও অডিও ক্যাবল। এক মাথা টেপরেকর্ডারের আউটপুটে/হেডফোনে অপর মাথা সাউন্ড কার্ডের ইনপুটে/মাইক পোর্টে ঢুকিয়ে অডিও চালু করুন তারপর কম্পিউটারের সাউন্ড রেকর্ডার অপশনে থেকে রেকর্ড নাও বাটন চেপে রেকর্ড করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

অডিও টেপ রেকর্ডার থেকে কম্পিউটারে রেকর্ড করার জন্য নিচের পদ্ধতি অনুসরন করুন।

বাজারে ষ্টেরিও অডিও জ্যাক সহ ক্যাবলিং করা ষ্টেরিও ক্যাবল কিনতে পাওয়া যায় (চিত্র-১)। যদি কিনতে পারেন, তবে কাজ অনেক সহজ হয়ে গেল, আপনি সরাসরি পদ্ধতি-২ নাম্বার থেকে কাজ শুরু করতে পারেন। আর কিনতে না পারলে আপনার যা যা লাগবে:

১. দুটি ৩ মি:মি: ষ্টেরিও অডিও জ্যাক (চিত্র-২)
২. ৩-ইন-১ ক্যাবল

পদ্ধতি:
১. প্রথমে ক্যাবলের দু্ই মাথায় ষ্টেরিও অডিও জ্যাক দুটি সংযোগ করুন। সাবধানের সাথে করবেন যেন ক্যাবল লাগানো ওলট-পালট না হয়ে যায় (চিত্র-৩)।
২. এবার একটি জ্যাক অডিও প্লেয়ারের অডিও আউট পোর্টে প্রবেশ করান এবং অন্যটি কম্পিউটারের অডিও ইন পোর্টে প্রবেশ করান।
৩. কম্পিউটারের Sound Recorder সফটওয়্যারটি অন করুন।
৪. Sound Recorder সফটওয়্যারটির Start Recording বাটনে ক্লিক করুন এবং অডিও প্লেয়ারের Play বাটনটি চাপুন। 
৫. অডিও ফাইলটি কম্পিলিট হয়ে গেলে Sound Recorder সফটওয়্যারটির Stop Reocrding বাটনে ক্লিক করুন।
৬. ফাইলটির একটি নাম দিন এবং সেভ করুন।

এভাবে আপনি অডিও টেপ রেকর্ডার থেকে কম্পিউটারে সাউন্ড রেকর্ড করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ