শেয়ার করুন বন্ধুর সাথে

Call

আপনার gmail থেকে অন্য gmail এ আপনি লেখা, ছবি, ডকুমেন্ট, ভিডিও, অডিও এই ধরনের ফাইল পাঁঠাতে পারবেন। এরজন্য নিচের ধাপগুলি অনুসরন করুন: ১. প্রথমে আপনার জিমেইলে লগইন করুন। ২. বাম পাশের প্যানেল থেকে COMPOSE বাটনে ক্লিক করুন। [New Message উইন্ডো দেখাবে] ৩. এখানে To এর ঘরে যাকে ইমেইল পাঁঠাবেন, তার ইমেইল ঠিকানা লিখুন। ৪. Subject এর ঘরে ইমেইল এর বিষয়বস্তু সংক্ষেপে এক লাইনে লিখুন। ৫. নিচের বড় সাদা ঘরে ইমেইলটি পরিপূর্ণভাবে লিখুন। ৬. কোন ফাইল যুক্ত করতে চাইলে নিচের Attach files (জেমস ক্লিপের ছবি) এ ক্লিক করুন। ৭. সবশেষে Send বাটনে ক্লিক করুন। তাহলে আপনার ইমেইলটি যাকে পাঁঠাতে চাচ্ছেন, তার কাছে চলে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ