Share with your friends

Call

ফেসবুকে কভার ফটো দিতে নিচের ধাপগুলি অনুসরন করুন। কম্পিউটার থেকে: ১. আপনার প্রোফাইলে যান। ২. কভার ফটোর উপরে বামপাশে (যেখানে ক্যামেরার ছবি) মাউস নিয়ে গেলে Update Cover Photo লেখা দেখতে পারবেন। সেখানে ক্লিক করুন। ৩. যদি নতুন ছবি দিতে চান, তবে Upload Photo... তে ক্লিক করে ছবি আপলোড করুন। আর এ্যালবাম থেকে ছবি দিতে চাইলে Choose From My Photos এ ক্লিক করে একটি ছবি সিলেক্ট করুন। ৪. মাউস ব্যাবহার করে ছবির পজিশন ঠিক করে Save Changes বাটনে ক্লিক করুন। মোবাইল এ্যাপ ব্যাবহার করে: ১. আপনার প্রোফাইলে যান। ২. কভার ফটোর নিচে ডানপাশে Edit লেখা দেখতে পারবেন। সেখানে ক্লিক করুন। ৩. যদি নতুন ছবি দিতে চান, তবে Upload Photo তে ক্লিক করে ছবি আপলোড করুন। আর এ্যালবাম থেকে ছবি দিতে চাইলে Choose From Photos এ ক্লিক করে একটি ছবি সিলেক্ট করুন। ৪. ছবির পজিশন ঠিক করে Save এ ক্লিক করুন।

Talk Doctor Online in Bissoy App
ShiponChy

Call

আপনি কম্পিউটার ছাড়াও, যেকোন স্মার্টফোন থেকে ফেসবুক এপের মাধ্যমে লগিন করে কভার পিকচার দিতে পারবেন। এর জন্য প্রোফাইলে ঢুকে প্রোফাইল পিকচারের উপর কভার ফটো দেওয়ার অপশন দেখতে পাবেন। অপশনে ঢুকে আপনার পছন্দ অনুযায়ী কভার ফটো সিলেক্ট করে আপলোড ফিল্রি আপনার কভার ফটো আপলোড হয়ে যাবে।

Talk Doctor Online in Bissoy App