Share with your friends
Call

১.  http://androidmtk.com/smart-phone-flash-tool এখান থেকে ফ্লাশ টুল ডাউনলোড করুন ।

২. আপনার ফোনের ড্রাইভার ইনষ্টল করুন আপনার কম্পিউটারে ।

৩. http://goo.gl/vfVBqq এখান থেকে অফিসিয়াল ললিপপ কাষ্টম রম ডাউনলোড করে এক্সট্রাক্ট করুন ।

৪. এবার ফ্লাশ টুল ইনষ্টল করে ওপেন করুন ।

http://s.techtunes.com.bd/tDrive/tuner/mohmmedfaruk/397362/2-sptool-techsultan-1-300x162.png

৫. মোবাইল বন্ধ করে ব্যাটারি খুলুন ।

৬. Flash Tool ওপেন হলে স্ক্রিনশট এ দেখানো যায়গায়(Scatter loading file brows) ক্লিক করেন। এখন একটু পপআপ উইন্ডো আসবে। এটাতে ব্রাউজ করে এক্সট্রাক্ট করে রাখা ফার্মওয়্যার এর ফোল্ডারের ভিতরে যান। এবং Firmware ফোল্ডারে প্রবেশ করুন। এখানে এক বা একাধিক txt ফাইল পাবেন। এখন যেটাতে Scatter বা mtk-65xx লেখা সেটা তে ক্লিক করে ওপেন করুন।

http://s.techtunes.com.bd/tDrive/tuner/mohmmedfaruk/397362/3-sptool-techsultan-3-300x1881.png

৭. এবার স্ক্রিনশট অনুযায়ী Download এ ক্লিক করুন। এবার আপনার এন্ড্রয়েড সেট টির ব্যাটারি খুলে ফেলুন। এখন ডাটা ক্যাবল দিয়ে ফোনেটিকে পিসি তে কানেক্ট করুন (ব্যাটারি খুলা অবস্থা তে ই)। পিসি তে লাগানোর পর ব্যাটারি লাগাবেন।এরপর দেখবেন একটি COM পোর্ট পাবে। সনাক্ত করতে পারলে নটিফিকেশন আসবে এবং ডাউনলোড হতে থাকবে।

http://s.techtunes.com.bd/tDrive/tuner/mohmmedfaruk/397362/4-sptool-techsultan-5-300x188.png

৮. কয়েকবার ১০০% লোডিং হওয়ার পর স্ক্রিন এর মাঝখানে একটা ছোট সবুজ গোল চিহ্ন আসবে। ব্যাস। কাজ শেষ। এখন ইউএসবি ক্যাবল খুলে, ব্যাটারি লাগিয়ে সেট টি অন করুন। প্রথম বার অন হতে একটু বেশি সময় লাগবে।

http://s.techtunes.com.bd/tDrive/tuner/mohmmedfaruk/397362/5-sptool-techsultan-4-300x188.png

সমস্যা হলে মন্ত্যব করে জানাবেন ।

Talk Doctor Online in Bissoy App