Share with your friends

এপ্সটা Uninstall করে নিন। Image Step 2: মেনু থেকে Kinguser এপ্স ওপেন করুন। Step 3: Kinguser এর মধ্যে উপরে ডানে সেটিং দেখতে পাবেন। সেটিং icon এ ক্লিক করুন। Image Step 4: সেটিংএর ভেতর Root Authorization Setting বাটন ট্যাপ করুন। Image Step 5: Root Authorization Setting মেনুর ভেতর থেকে remove Root Permission ট্যাপ করুন। Image Step 6: আনরুট প্রক্রিয়ার জন্য Clear বাটন চাপুন Image Step 7: আনরুট হতে ১, ২মিনিট বা তারও বেশি সময় লাগতে পারে। আনরুট হয়ে গেলে kinguser অটোমেটিক রিমুভ হয়ে যাবে। Image Step 8: যদি Kinguser অটোমেটিক ডিলিট না হয় তাহলে ফোট রিস্টার্ট বা রিবুট দিন। Step 9: এবার সাধারণভাবে kinguser আনইনস্টল করুন অন্যান্য এপ্স যেভাবে আনইনস্টল করতে হয়। Image Step 10: আবার ফোন রিবুট দিয়ে নিশ্চিত হয়ে নিন, সম্পূর্ণ আনরুট হয়েছে কিনা। Keep in Mind [*]এটা সুধুমাত্র সাহয্যের জন্য, কিভাবে আপনি Kinguser Uninstall করবেন। [*]আবার রুট করার দরকার হলে কিংরুট দিয়ে আগের মতই করে নিতে পারবেন। [*]অনেক ডিভাইসে ফাইনালি আনরুট হয়না। শুধুমাত্র Kinguser রিমুভ হয়।

Talk Doctor Online in Bissoy App