শেয়ার করুন বন্ধুর সাথে

আপনার ফেসবুকে আইডির ফটো ভেরিফাই হয়ে ঠিক করতে একটা সহজ টিপস দেওয়া হলো- প্রয়োজনীয় উপকরণঃ ১। একটি সাদা খাতা ২। একটি কলম, যে ফটোটা আসবে তার নাম খাতায় লিখে রাখুন। ধরুন ধানের ক্ষেতে পাখির একটি ছবি এসেছে। আপনি খাতায় লিখুন "ধানের ক্ষেতে পাখি'' এরপর এর পাশে ফেসবুক ছবিটা দিয়ে যেসব লোকের নাম দিয়েছে তাদের নাম পরিষ্কার করে লিখে ফেলুন। এভাবে প্রতিটা ফটোর নাম এবং ফেসবুকের দেয়া নামগুলো একটা একটা করে খাতায় লিখে রাখুন । কোনটাতে ওকে দিবেন না । কমপক্ষে দশ মিনিট পর আবার ফটো ভেরিফিকেশন করার চেষ্টা করবেন এবং উপরে উল্লেখিত নিয়মে আবার খাতায় সব লিখে রাখুন। এভাবে চেষ্টা করলে দেখবেন যে ফেসবুক আবার সেই আগের ছবিগুলোই দিচ্ছে । এবার মিলিয়ে দেখুন । প্রথমবার "ধানের ক্ষেতে পাখি"র নিচে যে নামগুলা ছিলো পরেরবারের গুলোর সাথে মিলান । দেখবেন একটা নাম মিল আছে এবং এটা তারই ছবি । (প্রয়োজনে তৃতীয়বার খাতায় লেখুন) এভাবে চেষ্টা করলে ফটো ভেরিফাই আইডি আবার ঠিক হয়ে যায়। চেষ্টা করুন। অথবা বিস্ময়ের এই উত্তরটিও দেখতে পারেন=> http://ans.bissoy.com/193582/?show=193582#q193582

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
SamiulHasan

Call

ফেসবুকের ফটো ভেরিফাই ঠিক করার জন্য আপনার এন্ড্রয়েড মোবাইল দিয়ে ইন্টারনেট থেকে Tunnel Burner সফটয়্যারটি ডাউনলোড করে নিন। সফটয়্যারটি ইনস্টল করার পর জাপানি প্রক্সি দিয়ে ফটো ভেরিফাই ঠিক করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ