আর IMEI নাম্বার দিলে যদি সব তথ্য পাই,তাহলে বুঝব আসল। আমি বলতে চাই যে সামনে থেকে ধরে, হাত ডিসপ্লে ধরে,ব্যাটারি দেখ আসল নকল বুঝার উপায় কি।
Share with your friends
Call
আপনি এখানে দেখুন বিস্তারিত
Talk Doctor Online in Bissoy App
kichasan

Call

আপনি 'SAMSUNG SMART PHONE CAFE " থেকে ফোন কিনতে পারেন আশা করা যায় অরজিনাল ফোনই পাবেন। তবুও আসল ফোন চিনতে নিচের কথা গুলো ফলো করুন।

নকল স্যামসাং ফোন চিনবেন যেভাবে

 পর্দার চারপাশে একটি কালো আকৃতির

খালি অংশ থাকে।

 আসল স্মার্টফোনের হোম বাটনটি

পর্দার নিচে খুব কাছাকাছি থাকবে।

নকলগুলোতে একটু নিচে থাকে, যা খেয়াল

না করলে বোঝা যায় না।

 নকল ফোনে স্যামসাংয়ের লোগোতে

নখ বা অন্য কিছু দিয়ে আঁচড় কাটলে সেটি

উঠে যায়।

 নকল স্মার্টফোনের প্যাকেটের সঙ্গে

সাধারণত একটি ফ্লিপ কভার বিনা মূল্যে

দেওয়া হয়, যা আসল ফোনের সঙ্গে

থাকে না।

 ওপরের পদ্ধতিগুলো প্রয়োগ করেও

যদি বুঝতে না পারেন যে সেটি আসল না

নকল ফোন সে ক্ষেত্রে ‘এলসিডি টেস্ট’

করে নিতে পারেন। ফোনটিতে *#০*#

চাপুন। ফোন আসল হলে সঙ্গে সঙ্গে

পর্দায় এলসিডি টেস্ট দেখা যাবে। নকল

সেটে এটি কখনোই আসবে না।

 আসল ফোনে *#১২৩৪# চাপলে ভার্সন

এপি, সিপি ও সিএসসি সিরিয়াল নম্বর,

*#০ *# চাপলে জেনারেল টেস্ট মোড

এবং *# ০২২৮# দিয়ে ব্যাটারি স্ট্যাটাস

দেখা যাবে। নকল ফোনে এসব ‘কোড’

কাজ করে না।

Talk Doctor Online in Bissoy App