Share with your friends
Call

PaidVerts-এর আয়ের সিস্টেম অন্যান্য

পিটিসি সাইট এর থেকে একটু আলাদা।

তাই এই সাইট থেকে আয়টা অন্যান্য

সাইটের তুলনায় একটু ভাল।

বর্তমানে পিটিসি জগতে এটি

৩ নাম্বার এ অবস্থান করছে এবং

হাতেগোনা কয়েকটি Trusted PTC site

এর মধ্যে এটি অন্যতম।

আপনি নির্দিধায় এখানে কাজ করতে

পারেন।

আর সব থেকে বড় সুবিধা হল এটি মোবাইল

ফোন সাপোর্ট করে।

মানে আপনি নির্দ্বিধায় মোবাইল ফোন

থেকেও এই সাইটের কাজ করতে পারেন।


Paidverts থেকে আয়ের দুইটি পদ্ধতি

আছেঃ-

(১) পেইড অ্যাড দেখে আয়ঃ

প্রতিটি অ্যাড দেখতে আপনার সময়

লাগবে ৪০ সেকেন্ড।

এখানে প্রতিটি অ্যাড ০.০০০৫

থেকে শুরু করে ২০০ ডলারের

পর্যন্ত হয়ে থাকে।

তাই বলে ভাব্বেন না আপনি প্রথম

দিনেই ২০০ ডলারএর অ্যাড পাবেন।

এটি নির্ভর করে কার কত

BAP (Bonus add point)

আছে তার উপর।

যার যত বেশি BAP থাকবে সে

তত বড় গ্রুপ এর মেম্বার হবে।

আর যে যত বড়গ্রুপ এর মেম্বার

সে তত দামি অ্যাড পাবে।

(BAP এবং Group সম্পর্কে নিচে আলোচনা

করা হয়েছে।)

আপনার সাধারণ টার্গেট থাকবে

Group Number 5এই গ্রুপের

মেম্বারদের সাধারণত প্রতিদিন 4

ডলার এর অ্যাড দেওয়া হয়।

এই গ্রুপের মেম্বার হওয়ার জন্য

৯৬,০০০+ BAP থাকতে হয়।

আপনি নিয়মিত কাজ করলে ৫

নাম্বার গ্রুপে পৌছাতে খুব বেশি

হলে ৩ মাস সময় লাগবে।

কি খুব বেশি দিন মনে হয়?

আপনার যদি এই ধৈর্য টুকো না

ধরতেপারেন তবে আপনি যে কোন

সময় ৩১ ডলার ইনভেস্ট করে

এই গ্রুপে ঢুকতে পারেন।

আপনি যেদিন ইনভেস্ট করবেন

সেদিন থেকেই আপনি ঐ গ্রুপের মেম্বার।

এবং পরের দিন থেকেই ঐ গ্রুপের অন্যান্য

মেম্বারদের সমপরিমাণ অ্যাড পেতে

থাকবেন।

তবে আমার মতে আপনি আগেই

ইনভেস্ট না করে আগে

কিছুদিন কাজ করুন।

পুরো সিস্টেমটা বুঝে গেলে তার

পর ইনভেস্ট করুন।

(২) রেফারেল থেকে আয়ঃ

এবার দেখবেন Paidverts এর আসল মজা।

কাজ শুরুর কিছু দিনপর থেকে আপনি

আপনার স্পন্সার লিঙ্ক টি বন্ধু বান্ধব

বা বিভিন্ন যায়গায় শেয়ারকরুন।

আপনার স্পন্সারবা আপনার রেফারেল

লিঙ্ক এর মাধ্যমে এখানেকেউ একাউন্ট

করে কাজ করলে তার আয়ের উপর

ভিত্তিকরে কোম্পানি আপনাকে একটা

পারসেন্টটেন্স দেবে।

আপনি যদি কাউকেএই সাইট সম্পরকে

বলেন এবং সে যদি আপনার কথায়

বা আপনার স্পন্সার এ আপনার

রেফারেললিঙ্কএর মাধ্যমে এই সাইটে

কাজ করে তবে তাকে কষ্ট করে ডেকে

এনে কাজ শেখানোর জন্য কোম্পানি

আপনাকে Extra ভাবে কিছু বেনিফিট

দেবে

(আবার ভাইবেন না যেআপনি অন্য কারো

রেফারে কাজ করলে আপনার কাজের

টাকা

থেকে আপনার লাইনকে টাকা দেবে।


Talk Doctor Online in Bissoy App