শেয়ার করুন বন্ধুর সাথে
Call
বিভিন্ন বিষয়ভিত্তিক ফোরামে রেজিষ্ট্রেশন করুন এবং ফোরামের নিয়ম- কানুনগুলো ভালমত পড়ে নিন। • ফোরামের Discussion ভালমত বোঝার চেষ্টার করুন। • অল্প অল্প করে পোষ্ট করা শুরু করুন। প্রতিদিন ২/১টি করে প্রশ্ন করুন এবং বিভিন্ন প্রশ্নের বা টপিকসের উত্তর দিন। • প্রথমেই কোন সাইটের লিংক দেওয়ার চেষ্টা করবেন না, এতে আপনার একাউন্ট বাতিল হতে পারে। • ফোরামে কিছুদিন অতিবাহিত হলে, যখন আপনি পুরাতন সদস্য হবেন। অর্থাৎ, ১০/১৫টি পোষ্ট দেয়ার পর প্রতিদিন ১টা করে লিংক দিতে পারবেন (যে কোন সাইটের)। প্রকৃতপক্ষে ফোরাম কর্তৃপক্ষ চায় না, আপনি শুধুমাত্র লিংক দেয়ার জন্য ফোরামে আসুন। তারা মূলতঃ, ফোরামের আলোচনার একজন একটিভ সদস্য হিসাবে আপনাকে পেতে চায়। ফোরামে ২/৩ মাসে অতিবাহিত হলে, যথেষ্ট পোষ্ট/রিপ্লাই দিলে একজন পুরাতন সদস্য হিসাবে আপনি প্রতিদিন অনেক লিংক দিতে সক্ষম হবেন। অধিকাংশ ফোরামে Signature নামে একটি বিষয় থাকে, যা রেজিষ্ট্রেশনের পরে আপনার একাউন্ট সেটিংস এ প্রবেশ করলে পাবেন। • Signature এডিট করে আপনি যে কোন সাইটের লিংক সংযোজন করতে পারবেন। এটি এমন একটি বিষয়, যখনই ফোরামে কোন পোষ্ট বা রিপ্লাই দিবেন তখন আপনার পোষ্টের নিচে লিংক হিসাবে থাকবে। ফলে, ফোরাম পোষ্টিং এর কাজে বায়ার চায়, আপনার Signature এডিট করে তার নিজস্ব সাইটের লিংক সংযোজন করতে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ