Facebook এ Auto Like কিভাবে করব?
Share with your friends
Unknown

Call

প্রথমে আপনার বয়স ১৮ হতে হবে। তারপর সেটিংস থেকে Followers > Who can follow you? > Public করতে হবে। এরপর অটোলাইক সাইট যেমন: djliker.com, hublaa.me, oneliker.com, topautoliker.com, mob.vikar.com ইত্যাদি সাইটের যেকোনো একটায় ভিজিট করে Click Here To Get Access Token অপশনে ক্লিক করতে হবে। প্রথমবার ক্লিক করলে আপনাকে একটি অ্যাপ অনুমতি দিতে হবে। অর্থাৎ কয়েকবার Confirm, Submit বাটন ক্লি করতে হবে। এক পর্যায়ে Success লেখা একটি পেজ আসবে। ঐ পেজের লিঙ্কটা কপি করতে হবে। এবার অটোলাইক সাইটে ফিরে এসে input box এ উক্ত লিঙ্ক পেস্ট করে সাবমিট করলে আপনি আপনার পোস্ট, ফটো এগুলোর লিস্ট দেখবেন। প্রত্যেকটির পাশে Send Autolike বাটনটি থাকবে সেটাতে ক্লিক করলেই অটোলাইক চলে যাবে উক্ত পোস্টে। মনে রাখবেন: - একবার এক্সেস টোকেন দিয়ে লগ-ইন করলে পরবর্তি ১ ঘন্টা আর লগ-ইন করতে পারবেননা। - একবার লগ-ইনে শুধু একটা পোস্ট/ফটোতেই লাইক নিতে পারবেন। - মাঝে মাঝে অটোলাইক ব্যার্থ ও সাইট সার্ভারে সমস্যা হয়। সতর্কতা: -এটি ফেইসবুক TOS বিরোধী। -আপনি ব্লক খেতে পারেন। -বার বার অটোলাইক আপনার একাউন্ট নানাভাবে ক্ষতিগ্রস্ত করবে। -আজকাল সবাই অটোলাইক কি সেটা ভালো করেই জানে, তাই এই অটোলাইক আপনাকে বিখ্যাত না করে কুখ্যাতই করবে। -আমি নিজেও এক কালে ব্যাবহার করেছি এমনকি আমার একটা ফটোতে এখনও ২৪০০০+ লাইক আছে। কিন্তু পরে আস্তে আস্তে দেখলাম অটোলাইক না নিয়ে মানসম্মত পোস্ট করলেই আমি যথেষ্ট লাইক পাই আর সাথে সবার উৎসাহও। তাই আপনার এবং যারা এই টিউটোরিয়াল পড়ছে তাদের কাছে রিকুয়েস্টে থাকবে Don't try this...

Talk Doctor Online in Bissoy App