শেয়ার করুন বন্ধুর সাথে
NMAbdullah

Call

১.প্রথমে ফটোশপ ওপেন করতে হবে এর পর ২.Insert Image থেকে আপনার নির্বচিত ছবিটি সিলেক্ট করুন। ৩.এবার Filter >Liquify ৪.ছবিটি ওপেন হলে নিম্নোক্ত ছবিটিতে গোল মার্ক করা ব্রাশটি সিলেক্ট করে আপনি আপনার পছন্দ মত করে বানিয়ে নিতে পারবেন। ৫.এ ছাড়াও তীর চিহ্নীত ব্রাশ গুলি দিয়েও আপনি আপনার ইচ্ছে মত ছবি টিকে সাজিয়ে নিতে পারেন। ৬.সবশেষে ওকে করে আপনার যে ফরমেট এ প্রয়োজন তা দিয়ে সেভ করুন। ব্যাস হয়ে গেল খুব স্বল্প সময়ে মজার কার্টুন তাই এর দেরি না করে এখনই কাজে নেমে পড়ুন আর তৈরী করূন প্রিয়জনদের সুন্দর সুন্দর কার্টুন । যদিও প্রথমে বেশী একটা ভাল করতে পারবেন না তবুও চেষ্ঠা করতে থাকুন ******************** একবার না পাড়িলে দ্যাখ শত বার ***********************

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ