ফেইসবুক আইডির username পাল্টাতে চাই কিভাবে পাল্টাবো?
Share with your friends
avir

Call

শুধু একবার পাল্টাতে পারবেন। এর জন্য আপনার পিসি ফেবু বা মোবাইল এ পিসি ভার্সন ইউজ করতে হবে। তারপর Settings & Privacy >>>Genaral>>Username এবার ডান পাশে পেনসিল এর মত এডিট আইকন এ ক্লিক করুন। বি:দ্র: এমন নাম দেওয়া যাবে না যা ফেসবুকে আছে আর Number(12/24/1/420/) এগুলা দিলে ভালো কাজ করবে

Talk Doctor Online in Bissoy App
Unknown

Call

আপনাকে পিসি থেকে অথবা এন্ড্রয়েড ব্রাউজারের কম্পিউটার ভার্সন থেকে http://web.facebook.com/username এই লিঙ্ক এ গিয়ে বক্সে নতুন ইউজার নেম দিয়ে সাবমিট করতে হবে। এরপর পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে কনফার্ম এ ক্লিক করুন ব্যাস কাজ শেষ। যদি এর আগে কখনো ইউজারনেম সেট করে থাকেন তাহলে আর পারবেননা কারন ইউজারনেম শুধু এবং শুধুমাত্র একবারই পরিবর্তন করা যায়। তাই বুঝে শুনে ইউজারনেম দিবেন।

Talk Doctor Online in Bissoy App