শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সার্জারী পরবর্তী সম্ভাব্য সমস্যা মেনে নিয়েও যদি মনে হয় করাটা জরুরী, তাহলে অবশ্যই করাতে পারেন। বাধা নেই। ......ল্যাসিক হলো এমন একটি সার্জারী যেখানে শক্তিশালী লেজার রশ্মির মাধ্যমে কর্নিয়াকে পুড়িয়ে (!) সাইজ করা হয় (পাতলা/কার্ভিং ঠিক করা হয়)! উচু কর্নিয়াকে পুড়িয়ে পাতলা করে সমতল করা হয়, কর্নিয়ার স্বাভাবিক ফোকাসিং ক্ষমতাকে কমিয়ে আনা হয়। যার ফলে আইবলের দৈর্ঘ্য সঠিক না থাকলেও রেটিনায় ফোকাসে সমস্যা হয় না। জিনিসটা খুবই সূক্ষ্ন তবে যতটা ভয়ংকর শোনাচ্ছে ততটা না। কিছুদিন পরে হয়তো দেখা যাবে অলিতে গলিতে দোকান হবে, ‘এখানে কর্নিয়া পুড়িয়ে সাইজ করা হয়’ ! তবে বিষয়টা যত সহজ হিসেবে প্রচার করা হচ্ছে ততটা সহজও নয়! ............কিছু দূর্ঘটনা হতে পারে ল্যাসিক করাবার সময়, ফ্ল্যপ কাটার সময় ডাক্তারের ভুলে যদি পুরোটা কাটা যেত তাহলে একটা সমস্যা। তখন আর সার্জারী সম্ভব না। সেটা পুনরায় জোড়া লাগতে তিন মাস লাগবে। তার পরে অবশ্য আবার করা যাবে। ইনফেকশন হতে পারে। এজন্য ধুলাবালি থেকে দূরে থাকতে হবে। পানি লাগানো যাবে না। নোংরা হাতে চোখ স্পর্শ করা যাবে না। ড্রপ দিতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ