আমরা সাধারণত লাইভ প্রোগ্রাম বা, সরাসরি যে সব খবর দেখে থাকি, সেগুলোকে "আউটডোর ব্রডকাস্টিং" বলা হয়। স্টুডিও'র বাইরের খবর বা, সরাসরি দেখানো খেলা - সবই এর অন্তর্ভুক্ত। খেলা সম্প্রচারের জন্য প্রতিটি স্টেডিয়ামে "মিডিয়া স্টুডিও" থাকে। সেখানেই সরাসরি সম্প্রচারের সব সরঞ্জাম সেট-আপ করে তথ্যগুলো স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন টিভি চ্যানেলে পাঠানো হয়। তবে, সরাসরি খবর প্রচারের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। একেক জায়গায় একেক সময় খবর সংগ্রহে ছুটতে হয় বলে, বিভিন্ন টিভি চ্যানেলের বিশেষ গাড়ি থাকে, যার ভেতরের অংশে একটি ভ্রাম্যমান "মোবাইল স্টুডিও" সেট-আপ করা থাকে। এসব গাড়ি বা, ভ্যানগুলো'র মাধ্যমেই সাধারণত তারহীণ (স্যাটেলাইট) পদ্ধতিতে নিজেদের ভিডিও সার্ভারে খবর পাঠিয়ে থাকে চ্যানেলগুলো (ওবি ভ্যান সম্পর্কে বিস্তারিত জানতে পারেন - http://en.wikipedia.org/wiki/Outside_broadcasting), যা হচ্ছে সাধারণ প্রক্রিয়া। তবে, এখন মাঝে মধ্যেই জনবলের অভাবে একই সাথে অনেক জায়গায় দুরপাল্লায় দ্রুত সংবাদ সংগ্রহের জন্য নিম্ন মানের ইন্টারনেটের ভিডিও স্ট্রিমিং এর উপর ভরসা করেন অনেক দেশী চ্যানেল। তাও না পারলে অনেকেই অন্য চ্যানেলের সৌজন্যে সরাসরি আউটডোর ব্রডকাস্ট প্রচার করেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ