শেয়ার করুন বন্ধুর সাথে

উপকরণ : বাটার ১০০ গ্রাম, ব্রাউন সুগার ৭৫ গ্রাম, ডিম ১টা, চকোলেট পাউডার ২ টেবিল চামচ, ময়দা ১ কাপ, নারিকেল কোরা ১/৩ কাপ, চকোলেট ভেনিলা ১.২ চা চামচ, কর্নফ্লেক্স পরিমাণমতো। প্রস্তুত প্রণালি : প্রথমে একটি পাত্রে বাটার একটু নরম করে ব্রাউন সুগার দিয়ে বিট করতে হবে। এরপর ডিম, নারিকেল কোরা এবং ভেনিলা দিয়ে আবার বিট করতে হবে। ময়দা, চকোলেট পাউডার একসঙ্গে চেলে মিশ্রণে মেশাতে হবে। কর্নফ্লেক্স একটু ভেঙে খামি ছোট গোল করে কর্নফ্লেক্সে গড়াতে হবে। এরপর কনভেনশন ওভেনে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে ২০-২৫ মিনিট বেক করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ