হোমিওপ্যাথিতে ঔষধ শক্তিকরণ ক্ষেত্রে তিনটি স্কেল ব্যবহার করা হয়। ১) দশমিক (১:১০) ২) শতমিক (১:১০০) এবং ৩) পঞ্চাশ সহস্রতমিক(১:৫০০০০)। ৩০ ও ২০০ শতমিক স্কেলঃ তাই এতে ১:১০ অনুপাতে ঔশধ মিশাতে হবে। অর্থাৎ যদি আমরা ১ পটেনসি তৈরী করি, তাহলে ১ ভাগ ঔশধি উপাদান এবং বাকী ৯৯ ভাগ বাহক থাকবে। তেমনি ২ পটেন্সি তৈরীতে ১ ভাগ, ১পটেন্সি ঔষধ এবং ৯৯ ভাগ বাহক মিশাতে হবে। এভাবে পুনঃরাবৃত্তি করে যথাক্রমে ৩, ৪, ৫, ...... ৩০, ৩১, ৩২,...... ২০০, ২০১,......।। বাহক হিসেবে সুগার অফ মিল্ক, ডিস্টিল্ড ওয়াটার অথবা ইথানল ব্যবহার করা হয়।। ডাঃ মোঃ বেলায়েত হোসেন । আলফা হোমিও কেয়ার । http://www.alphahomeocare.com/

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ