শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মাটির উপরের জল নানাভাবে দূষিত হয়। মাঠে মলমূত্র ত্যাগ করলে বা আবর্জনা ফেললে বৃষ্টির জলে ওই সব ধুয়ে জলের সঙ্গে মিশে যায়। পুকুরের জলে জামা কাপড় কাচা হয়, গরু মোষ স্নান করানো হয়। এই রকম নানা ভাবে জল দূষিত হয়। আমাদের দেশে বেশির ভাগ রোগ ছড়ায় জলের মাধ্যমে।সেই জন্য পানীয় জল অবশ্যই নিরাপদ হতে হবে। পানীয় জলে কোনো রকম জীবাণু বা ক্ষতিকর খনিজ পদার্থ না থাকলেই তাকে নরাপদ পানীয় জল বলে। মাটির নীচের জল মোটামুটি নিরাপদ। মাটি ছাকনির কাজ করে। তবে কোনো নীচের জলেও আর্সেনিক - - বা ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকতে পারে। সেই জন্য নিয়মিত জল পরীক্ষা করা উচিত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ