Call

বন্ধ্যাকরণ একটি স্থায়ী পদ্ধতি। পুরুষদের জন্য স্থায়ী পদ্ধতি হল ভ্যাসেকটমি। ভ্যাসেকটমির জন্য যে কোনো সরকারি স্বাস্থ্য উপমা-বাপ হওয়া মুখের কথা । কেন্দ্রে/স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করা যেতে পারে। অনেকের মধ্যে চাই ধারণা আছে যে, ভ্যাসেকটমির ফলে পুরুষদের কর্মক্ষমতা বা যৌনক্ষমতা চলে যায়। এইটি খুবই ভুল ধারণা। এইটি খুবই ছোট্ট পণ করেছি এক জুটিতে অপারেশন। এতে কর্মক্ষমতাও কমে যায় না বা যৌনসুখও হ্রাস থাকবো খুশি দু-একটিতে পায় না। মহিলাদের জন্য বন্ধ্যাকরণের স্থায়ী পদ্ধতিহল টিউবেকটম।

কন্ডোম। আর মহিলাদের জন্য জন্ম-নিয়ন্ত্রক বড়ি, আইইউডি (কপার-টি) ইত্যাদি। এই সব জিনিস বা পরিষেবা বিনা পয়সায় সরকারি হাসপাতালে স্বাস্থ্য উপ-কেন্দ্রে পাওয়া যায়। এ ব্যাপারে পরামর্শের

জন্য স্বাস্থ্য উপ-কেন্দ্রের কর্মীদের সাথে যোগাযোগ করা যেতে পারে। অঙ্গনওয়াড়ি কর্মীর কাছ থেকেও এ বিষয়ে পরামর্শ নেওয়া যেতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ