Call

সুসংহত শিশু বিকাশ প্রকল্প (আইসিডিএস) হল মা ও শিশুদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পের আওতায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি চলে। এই প্রকল্পের উদ্দেশ্য হল -

  • • শিশুদের জন্য যত রকম পরিষেবা আছে, সেগুলিকে একত্রিত ভাবে শিশুদের কাছে পৌছে দেওয়া
  • • শিশুদের অসুস্থতা ও মৃত্যুর হার কমানো
  • • শিশুরা যাতে স্কুলে যেতে উৎসাহ পায় তার ব্যবস্থা করা
  • • শিশুর শারীরিক, মানসিক ও সামাজিক উন্নতির ভিত শক্ত করা
  • • মায়েরা যাতে সঠিক ভাবে শিশুর যত্ব নিতে সক্ষম হন, তার ব্যবস্থা করা
  • • গর্ভবতী ও প্রসব হয়ে যাওয়ার পর প্রথম তিনমাস মায়েদের জন্য পরিপূরক খাদ্যের ব্যবস্থা করা

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মা ও শিশু ছয় ধরনের পরিষেবা পেতে পারে।

যেমন - • শিশুদের জন্য পরিপূরক পুষ্টি • টিকাকরণের ব্যবস্থা • নিয়মিত ভাবে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা • প্রয়োজনে অসুস্থ শিশুকে স্বাস্থ্য কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা • প্রাক-প্রাথমিক শিক্ষার ব্যবস্থা • শিশুর পুষ্টি ও যত্নের ব্যাপারে মায়েদের শিক্ষা

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ