জীবনে বড়ো একটি আশা যে বিশ্ববিদ্যালয় পড়বো । কিন্তু কিভাবে চান্স পাবো সেটা জানিনা । (BM) শাখায় পড়ে কি বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া যায় ? যদি কেউ জানেন তাহলে একটু বিস্তারিত বলবেন প্লিজ ?
Share with your friends

হ্যাঁ অবশ্যই সম্ভব । তার জন্য শর্ত হচ্ছে আপনাকে প্রথমে এইচএসসিতে ভালো রেজাল্ট করতে হবে । এসএসসির রেজাল্টও ভালো থাকা জরুরী ।  আপনি আপনার এইচএসসির একাডেমিক লেখাপড়া ঠিক রেখে পাশাপাশি ইংরেজী, বাংলা দিত্বীয় পত্র এবং সাধারণ জ্ঞান ( যদি মানবিকে পরীক্ষা দিতে চান) এর চর্চা করতে থাকবেন । আর যদি বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে চান তাহলে বিজ্ঞানের বিষয় গুলো আয়ত্ব করার চেষ্টা করবেন ।  এভাবে করে এইচএসসি পরীক্ষা ভালোভাবে সম্পন্ন করে আরো ভালোভাবে লেখাপড়ায় মনোনিবেশ করবেন । সঠিক দিকনির্দেশনা পেতে ভালো কোন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এও ভর্তি হতে পারেন । যদি মনে প্রবল ইচ্ছে থাকে এবং সে অনুযায়ী লেখাপড়া করেন তাহলে অবশ্যই আপনার মনের ইচ্ছে পুরণ হবে ইনশাআল্লাহ্ ।

Talk Doctor Online in Bissoy App