YouTube থেকে কিভাবে ভিডিও গান ডাউনলোড করা যাবে কেউ বলতে পারলে জানাবেন।
Share with your friends

এজন্য আপনি Tube mate অ্যাপটি ব্যাবহার করুন।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি vitmate app দিয়ে ইউটব ভিডিও ডাউনলোড করতে পারেন?

Talk Doctor Online in Bissoy App

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে আপনাকে একটি ইমেইল একাউন্ট খুলতে হবে।

Talk Doctor Online in Bissoy App

প্লে স্টোরে ভিটমেট  নামে একটি অ্যাপস আছে ওই অ্যাপস টির মাধ্যমে আপনি ইউটিউব এর ভিডিও ডাউনলোড করতে পারবেন এপটি  আপনি ডাউনলোড করার পরে ইউটিউব এ যাওয়ার পর ইউটিউব এর ভিডিও শেয়ার অপশনে ক্লিক করার পর দেখবেন শেয়ার অপশন আসবে এখান থেকে এপটিতে ক্লিক করে ডাউনলোড অপশন পেয়ে যাবেন যতগুলো ভিডিও ইচ্ছা ডাউনলোড করতে পারবেন ।

Talk Doctor Online in Bissoy App
Call

এর জন্য আপনার অনেক অপসশ আছে,  অ্যাপঃ Vidmate App, TubeMate App, Dvideo App, SenSong App. ওয়েবসাইটঃ Fusionbd.Com , BdLove24.Com , Y2mate.Com, Doridro.Com , প্রত্যেকটি ওয়েব সাইটে Youtube Video Download অপশন আছে। ওখানে ক্লিক করলেই, আপনি আপনার পছন্দের ভিডিও সার্চ দিয়ে ডাউনলোড করতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App

Tube mate Old Version ব্যবহার করুন। নতুন টি ভালো না।

Talk Doctor Online in Bissoy App
Call

YouTube থেকে ভিডিও ডাউনলোড করা যায়,সেটা YouTube এর my library তে থাকে।তবে সেটি ওখানে থাকবে 29 দিনের প্রতিদিন যদি নেট চালু রাখেন। তা ছাড়া আপনি চাইলে vidmate থেকে ভিডিও বা অডিও download করতে পারেন ,তাতে আপনি যতক্ষণ না ভিডিও ডিলিট করতে চাইবেন ততদিন my gallery/video এই app গুলোয় থাকবে।

Talk Doctor Online in Bissoy App

আপনি app ছাড়াও browser থেকে genyoutube.com y2mate.com bdsam.com ইত্যাদি সাইট থেকে ভিডিও সার্চ করে সরাসরি বিভিন্ন ফরম্যাটে ভিডিও কিংবা অডিও ডাউনলোড করতে পারবেন ।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি Snaptube দিয়েও ইউটুইব থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App

আপনি এখানে নির্দিষ্ট করে বলেন নি যে আপনি কোন ডিভাইস থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন।


যদি আপনি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে চান সে ক্ষেত্রে আমি কিছু অ্যাপস এর নাম বলছি।
Vidmate, TubeMate গুগল প্লে স্টোরে এ এপস গুলো পেয়ে যাবেন।

যদি পিসির মাধ্যমে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে চান সে ক্ষেত্রে আপনি IDM এই অ্যাপস ব্যবহার করতে পারেন।

এছাড়া আপনি অনলাইনের মাধ্যমে ইউটিউব ভিডিও ব্যবহার করতে পারবেন। পিসি ও মোবাইল দিয়ে। আমি কিছু ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি।

www.fajlami.com www.ssyoutube.com www.10-youtube.com এই ওয়েবসাইটগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন।
Talk Doctor Online in Bissoy App