Share with your friends

আপনার সব বিষয়ের GPA যোগ করা হবে। প্রাপ্ত যোগফলকে মোট বিষয় দ্বারা ভাগ করা হবে। প্রাপ্ত ভাগফল হবে আপনার গড় GPA. একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি বাংলায় GPA-৫.০০,ইংরেজিতে GPA-৫.০০,গণিতে GPA-৪.০০,বিজ্ঞানে GPA-৩.৫০,বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে GPA-৫.০০,ধর্মে GPA-৫.০০এবং আইসিটিতে GPA-৪.০০ পেয়েছেন। অর্থাৎ ৭ বিষয়ে আপনার সর্বমোট GPA-৩১.৫০। এখন সর্বমোট GPA ৩১.৫০ কে ৭ বিষয় দ্বারা ভাগ করলে ভাগফল হবে ৪.৫০। তারমানে ৪.৫০ হচ্ছে আপনার আসল GPA. জেএসএসি পরীক্ষায় এভাবে GPA হিসেব করা হয়। অাশা করি বুঝতে পেরেছেন।

Talk Doctor Online in Bissoy App