আমার মোবাইলে ওয়াই ফাই কানেক্ট আছে, এখন এটা অন্য জনের সাথে শেয়ার করব কিভাবে?  
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি ২ ভাবে এটি শেয়ার করতে পারবেন  ১/ ওয়াই-ফাই পাসওয়ার্ড নির্দিষ্ট ব্যাক্তিকে দিয়ে ২/ ব্লু-টুথের মাধ্যেমে ১/ আপনার ওয়াই-ফাই পাসওয়ার্ড জানা না থাকলে ২ ভাবে জানতে পারবে ১. রুট করে ২. নির্দিষ্ট আইপি দিয়ে । তারপর আপনি যে কাউকে পাসওয়ার্ড শেয়ার করতে পারবেন । ২/ ব্লুটুথের মাধ্যেমে শেয়ার করতে হলে প্রথমে Setting এ যান তারপর More > Tethering & portable hotspot > Bluetooth tethering তারপর এটা অন করে দিন এবং আপনার বন্ধুকে ব্লুটুথ অন করে কানেক্ট করতে বলুন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি হটস্পটের মাধ্যমে শেয়ার করতে পারবেন।হটস্পট অন করতে ফোনের: setting>more>tethering & portable hotspop>wi-fi hotspot setting and user manage>এরপর অন করুন। তারপর আপনার বন্ধুর ফোন দিয়ে ওয়াইফাই অন করে সার্চ দিন দেখবেন আপনার ফোনের ওয়ইফাই শো করছে এখন কানেক্ট করলেই হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি ব্লু-টুথের মাধ্যমে শেয়ার করতে পারেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ