Share with your friends
Call

এই সিস্টেমটি Ridmik Keyboard এ নেই। তাই উক্ত app দ্বারা স্কোয়ার দিতে পারবেন না। 

Talk Doctor Online in Bissoy App

আমি রিদমিক কিবোর্ড ব্যবহার করি না। তাই জানিও না, যায় কিনা। তবে আপনি "গুগল কিবোর্ড" দিয়ে খুব সুন্দরভাবে স্কয়ারের কাজটি করতে পারবেন। যেভাবে করবেন, গুগল কিবোর্ড এর দ্বারা, 1 কে জোরে চাপ দিলে (¹), 2 কে জোরে চাপ দিলে (²), 3 কে জোরে চাপ দিলে  (³) এর মতো দেখাবে। আর আপনি সেটাই চাইতাচেন !!!

Talk Doctor Online in Bissoy App

আপনি এভাবে স্কয়ার লেখতে পারেন। যেমনঃ ২ এর উপর পাওয়ার দিবেন মানে স্কয়ার দিবেন। তবে ২^২ লিখলে ২ স্কয়ার বুঝাবে। ঠিক তেমনি ভাবে ২^৩ মানে ২ কিউ বুঝায়। আশা করি বুঝাতে পেরেছেন।

Talk Doctor Online in Bissoy App
biggan

Call

(²):

এর ক্ষেত্রে রিডমিক কীবোর্ডে কোন সিস্টেম নাই। @নিশাত মজুমদারের উত্তরের মত গুগল কীবোর্ডে এই সিস্টেম পাবেন অথবা গুগলে সার্চ দিয়ে পেতে পারেন।

(2):

এক্ষেত্রে কীবোর্ড কোন প্রভাব ফেলে না। WYSIWYG Editor এর View source অপশন-এ ক্লিক করে নিচের লেখা লিখুন, <sup>2</sup>। তাহলে 2 দেখাবে। একইভাবে নিচে 2 লিখতে <sub>2</sub> টাইপ করুন।

Talk Doctor Online in Bissoy App