একটি ট্রান্সফরমার এর 2 টা সাইড থাকে। প্রাইমারি এন্ড সেকেন্ডারী।

মাল্টি মিটার এর সিলেক্টর ওহোম স্কেলে রেখে ট্রান্সফরমার এর এক পাশের তারে মিটারের তার দুটি সংযোগ করুন এবার কম ওহোম রিডিং দিলো তা লিখে রাখুন এবং অপর প্রান্তে সেম ভাবে পরিমাপ করুন এরার এর রিডিংটিও লিখুন। এবার দুটোর তুলনা করুন। যার মান বেশি হলো সেটাই প্রাইমারি আর অপর পাশ সেকেন্ডারী। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ