নিচে ছবি দেওয়া হলimage


Share with your friends
Unknown

Call

রাউটারের কাজ হলো ব্রডব্যান্ড সংযোগ থেকে পাওয়া সিগনালকে রেডিও তরঙ্গে রুপান্তরিত করা যাকে কিনা আমরা সহজভাবে ওয়্যারলেস নেটওয়ার্ক বা ওয়াইফাই বলি।

এখানে কনভার্সন ছাড়া রাউটারের কোনো কাজ নেই। তাই ব্রডব্যান্ড ছাড়া রাউটারের কোনো ব্যবহার নেই।


অনেক রাউটারে মডেম সাপোর্ট করে, সেগুলোতে মডেম যুক্ত করে অপারেটর স্ট্যান্ডার্ড ডাটা চার্জ দিয়ে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। তবে এটি যেহেতু সাধারণ সেলুলার নেটওয়ার্কের মতই কাজ করে সেহেতু সব মিলিয়ে প্রাপ্তি শূন্য।

Talk Doctor Online in Bissoy App