Facebook এর page এ Message করার সিস্টেম টা কিভাবে Messenger এ Add করা যায়?
আমি Facebook এ একটি page খুলেছি। সেই পেজে Message করার সিস্টেম add করেছি। কিন্তু পেজে কেউ message করলে আমার messenger এ দেখা যায় না। কিন্তু Page এ ঢুকলে বা Notification দেখলে বোঝা যায় যে কেউ মেসেজ দিয়েছে।
কিভাবে আমার পেজের message গুলো Messenger এ শো করাতে পারবো?

Share with your friends
Call

আপনার মেসেন্জার আপনার একান্ত আইডির জন্য শুধুমাত্র আর পেজ কয়েকজনের মিলিত হতে পারে। তাই আপনার আইডির মেসেন্জার দিয়ে পেজের মেসেজ দেয়া যাবে না।  আর আপনি এক সাথে আপনার একাউন্টের হয়ে আবার পেজের হয়ে মেসেজ করতে পারবেন না। 

আমার জানা মতে এটা সম্ভব নয় অর্থাৎ আপনি পেজের মেসেজ আপনার মেসেন্জার এ শো করতে পারবেন না ।

Talk Doctor Online in Bissoy App

ফেসবুক পেজ এ যদি কেউ মেসেজ দেয় তাহলে সেই মেসেজ গুলো পেজের ইনবক্সে যাবে৷ এ জন্য Page Manager এপ ডাউনলোড করতে পারেন। অথবা মেসেঞ্জারে মেনু অপশন এ গিয়ে সুইচ একাউন্ট থেকে আপনার পেজ টি সিলেক্ট করুন এরপরে কিছুসময় অপেক্ষা করুন

Talk Doctor Online in Bissoy App