আমি wapka তে কিভাবে গান আপলোড দিবো আর লগিন করার পর admitted মোড আসে না কেন
Share with your friends

#১: আপনি ওয়াপকাতে আপনার একাউন্টে প্রবেশ করুন > যে সাইটে আপলোড করতে চান সেই সাইটের manage অপশনে ঢুকন > সেখান থেকে Content manager এ যান > Music এ ক্লিক করুন > তারপর পছন্দমত ক্যাটাগরি তৈরী করে সেখানে প্রবেশ করে Upload অপশনে ক্লিক করে নিজের মোবাইল থেকে অথবা অন্য কোনো সাইটের গান ডাউনলোড লিংক প্রবেশ করিয়েও ও আপলোড করতে পারেন। . . #২: লগিন করার পর এডমিন মোড না আসার ২টি সম্ভাব্য কারন: ১) আপনি যে নাম দিয়ে লগিন করেছেন সেটা এডমিন পারমিশন দেওয়া হয় নি অথবা, ২) আপনি যদি নিজের একাউন্টে এডমিন মোড খুঁজে না পান হতে পারে আপনার বসানো ভুল কোনো কোডের কারনে সেটা হাইড হয়ে গেছে।

Talk Doctor Online in Bissoy App