আমি ওয়েব সাইট এর কিছু বুঝি না। কখনো চালাই নাই।আমি জানতে চাই ও চালাতে চাই, চালিয়ে শিখতে চাই।  কিভাবে বানাবো বা কিনবো?  আমার কাছে ১৪০০ টাকা আছে মাত্র।আমি পড়ালেখা ও বেশি করি নাই। ক্লাস ৮ পাস করে বাদ দিছি…।

ইচ্ছার জন্য চাই web site একটা  . কম। যেখানে গান, ভিডিও, অ্যাপ, ফটো ইত্যাদি ছাড়তে পাড়বো, আর সবাই সেখান থেকে তা ডাউনলোড করে নিতে পারবে।

তো আমাকে জানান এমনটা কিভাবে বানাবো বা করা যাবে, অথবা কোথায় কিনবো?  


শেয়ার করুন বন্ধুর সাথে

১) আপনাকে একটা নাম কিনতে হবে (ডোমেইন নেম) যেমন: google.com কেনার লিংক: http://bd-host.com/domain-names/

http://bd-host.com/

২) আপনাকে একটা স্থান কিনতে হবে (হোষ্টিং) যেমন: http://bd-host.com/standard-hosting/

৩) সবকিছু নির্ধারন করে পেমেন্ট করলেই আপনার ই-মেইলে বিস্তারিত ইনফরমেশন পাঠিয়ে দেয়া হবে।

৫) এই তথ্য কোনও ওয়েব-ডিজাইনারকে দিলে তারা সাইট/পেইজ তৈরী করে তা আপলোড করে দিবে। আপনি আপনার কেনা নামে ব্রাউজারে সার্চ করলেই সাইটটি দেখতে পারবেন।

তবে সবথেকে ভাল হবে আপনি প্রথমে কোনও কোম্পানী (ওয়েব-ডিজাইন) হতে প্যাকেজ কিনে সাইট তৈরী করে নেন।

লিংক: http://www.masterdesignbd.com/

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ