sajedul2

Call
প্রথমে আপনার চ্যানেলে ভালো ভালো ভিডিও আপলোড দিন তারপর ফেসবুকে ভালো পোষ্ট দিন যেন পোষ্টের সাথে আপনার আপলোডকিত ফাইলের সম্পর্ক থাকে এর পর সেই পোষ্টের মধ্যে আপনার আপলোড করা ফাইলের লিংক দিন তাহলে যার পোষ্ট পরবে তারা সেই ফাইলটি দেখার জন্য আপনার দেওয়া লিংকে যাবে আর যদি কেউ ঐ লিংকে যায় তাহলে তো বুঝতেই পারছেন কি হবে মানে আপনার চ্যনেলে ডিজিটর আসবে | বেশি ডিজিটর পেতে হলে নতুন ভিডিও আপলোড দিন
Talk Doctor Online in Bissoy App
Call

আমি ব্রাউজার দিয়ে বলছি।সব থেকে আগে আপনার ব্রাউজার দিয়ে ফেসবুক সাইন্ ইন করো তার পর ব্রাউজারে অন্য টেব খুলুন এবং সেই টেব এ youtube.com ওপেন করুন।তারপর youtube সাইন ইন করুন যে একাউন্টে youtube এ upload করেছেন ।তারপর my account এ যান।আপনার বিবরন চলে আসবে।সেখান থেকে my videos ক্লিক করো আপনার ভিডিও চলে আসবে এখান থেকে আপনি ভিডিও ডিলিট বা পুনরায় পরিবর্তন করতে পারবেন।যে ভিডিওটি শেয়ার করতে চান সেটি টিপুন বা সেলেক্ট করুন।সেলেক্ট করার পর দেখবেন ভিডিও এর নীচে watch video এবং share video লেখা আছে ।share video তে ক্লিক করুন।তারপর নীচে দিকে দেখবেন share video লেখা আছে তার নীচে facebook এবং flag লেখা আছে।facebook এ ক্লিক করে ভিডিও সম্বন্ধে কিছু লিখুন তারপর পোস্ট করে দিন পোস্ট করা আগে দেখুন privacy কি আছে সেখানে public করেদিন।বাস আপনার ভিডিও শেয়ার হয়েগেছে। 

Talk Doctor Online in Bissoy App