খুব সহজ পদ্ধতিতে বলবেন।
Share with your friends
avir

Call

পৌফাইল নাম সিঙ্গেল করার জন্য UC Browser লাগবেই Opera দিয়ে হবেনা। তাই আপনার Official Uc { যে কোনো র্বাসন } Open করে Setting এ যান তারপর Network তারপর Proxy server যান ১ম বক্সে এটা দিবেন 118.98.35.251:8080 ২য় বক্সে দিবেন m.facebook.com এবার ফেসবুকে ঢুকে Languag -Bahasa (Indonesia) select করুন । তারপর আবার sett.&privacy এ গিয়ে General-- Name-- ১ম বক্সে আপনার কাঙ্খিত Single নেইম দিন এবং সবার নিচের বক্সে পাসওয়ার্ড দিয়ে সেভ করুন ।কাজ শেষ আপনার Single নাম হয়ে গেছে। poxy old হলে poxy Indonesia লিখে গুগল থেকে নতুন poxy বসিয়ে ট্রাই করবেন।

Talk Doctor Online in Bissoy App
SamiulHasan

Call

1.Opera Mini/UC Browser তে প্রবেশ করুন। 2.http://proxy.web.id/ লিংকে যান। 3.খালি বক্সে facebook.com লিখুন এবং Go তে ক্লিক করুন। 4.Email এবং Password দিয়ে Login করুন। 5.Bahasa Indonesia ভাষাতে পরিবর্তন করুন। 6.Settings And Privacy এর General এ গিয়ে Name অপশনে যান। 7.শুধু First Name দেন। 8.আপনার Password দেন। তাহলেই Single Name হয়ে যাবে!!!

Talk Doctor Online in Bissoy App