চিন্তার কিছু নেই৷ কেননা নারীদের বিভিন্ন কারনে মাসিক স্রাব বন্ধ থাকতে পারে বা পিছিয়ে যেতে পারে৷ কেন মাসিক স্রাব পিছিয়ে যায় তা জানতে নিচের উত্তর দুটি ভালোভাবে পড়ুন -  https://www.ask-ans.com/4384/ https://www.ask-ans.com/10/  তাছাড়া প্রেগন্যানসি টেস্ট করতে চাইলে আরো কিছু দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে ৷ কেননা প্রেগন্যানসি টেস্ট করার নিয়ম হলো-মাসিকের ডেট মিস হবার কমপক্ষে ১৫ দিন পর টেস্ট করতে হবে৷ টেস্ট কাঠি দিয়ে করতে পারেন কিংবা আল্ট্রাসনোগ্রাফি করতে পারেন ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ