যেহেতু মাসিক হয়েছে তাই গর্ভবতী হবার সম্ভাবনা খুবই কম ৷ এক্ষেত্রে অন্য কোনো কারণে মাসিক স্রাব বন্ধ থাকতে পারে ৷  এজন্য মাসিক কেন বন্ধ হয়েছে তার উপর নির্ভর করে চিকিৎসা নিতে হবে৷ বিভিন্ন কারনে মেয়েদের মাসিকের সময় পিছাতে পারে বা বন্ধ থাকতে পারে ৷  যেমন: পিল খেলে, ঠান্ডা লাগলে, মানসিক চাপে থাকলে, টেনশনে অস্থির হয়ে থাকলে, অত্যাধিক পরিশ্রম করলে, শারীরিক দূর্বলতা থাকলে, আয়রনের অভাব থাকলে, ভিটামিন ই ঘাটতি থাকলে ৷ সর্বপরি গর্ভবতী হলেও মাসিক বন্ধ হয়ে যায় ৷ তাছাড়া জরায়ু এবং ডিম্বাশয়ের কিছু রোগের কারনেও মাসিক বন্ধ হতে পারে ৷  তাই কারন বুঝে চিকিৎসা নিতে হবে ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ