শেয়ার করুন বন্ধুর সাথে

না, এটা শরীয়তসম্মত নয়। বরং, তা গলদ রুসম। বস্তুতঃ কেউ মারা গেলে জানাযার শেষে সকলকে লাশের চেহারা দেখাতে হবে-এটা কোন জরুরী বিষয় নয়। এর জন্য ঘটা করে কোন সময়ও নির্ধারণ করা যাবে না। তবে জানাযা পূর্ব অবধি কোন পরিকল্পনা ছাড়া কাজের ফাঁকে যারা পারে, তাঁরা লাশ দেখে নিবে। কিন্তু জানাযার পর লাশ দেখানোর অনুমতি নেই। তখন দ্রুত লাশ দাফন করা সকলের কর্তব্য। [সংগৃহীত]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ