শেয়ার করুন বন্ধুর সাথে

রাস্তা গরমের দিনে ভেজা দেখানোর কারণ মরীচিকা। আর মরীচিকা সৃষ্টি হওয়ার কারণ আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। গরমের দিনে সূর্যের তাপে রাস্তা প্রচণ্ড উত্তপ্ত হয়ে যায়। ফলে রাস্তার কাছাকাছি বায়ুস্তর খুবই হালকা হয়ে যায়। কিছুটা উপরে তাপ একটু কম থাকে ফলে বায়ুস্তর একটু ঘন হয়। আরো উপরে তাপ আরো কম থাকে ফলে আরো ঘন হয়। এর ফলে বায়ুমণ্ডলে অনেকগুলো স্তরের সৃষ্টি হয়। সূর্যের সাদা আলোক রশ্মি এই স্তরগুলোতে ঘন থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় প্রতিফলন কোণ বাড়তে থাকে। একসময় তা ক্রান্তিকোণ অতিক্রম করে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটায়। ফলে দর্শকের চোখে নিচ থেকে আলো পৌঁছায় যার ফলে রাস্তা দেখতে অনেকটা ভেজা মনে হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ