বাংলাদেশে মোবাইল ফোনের বিস্তার নতুন কর্মসৃজনের দিগন্তু উন্মোচন করেছে। যেমন-

ক. মোবাইল কোম্পানিতে কাজের সুযোগ : মোবাইল ফোনের বিস্তারের ফলে দেশের সব মোবাইল অপারেটর কোম্পানিতে কাজের পরিধিও অনেক বেড়েছে। ফলে প্রতিটি অপারেটর কোম্পানিতে বিপুলসংখ্যক কর্মসংস্থান হয়েছে।

খ. মোবাইল ফোন সেট বিক্রয়, বিপণন ও রক্ষণাবেক্ষণ : দেশের প্রায় ১২ কোটি মোবাইল গ্রাহককে মোবাইল ফোনসেট সরবরাহ, সেগুলোর বিপণন, বিক্রয় এবং পরবর্তীকালে বিক্রয়োত্তর সেবার জন্য বিপুল পরিমাণ কর্মীর চাহিদা সৃষ্টি হয়েছে।

গ. মোবাইল সেবা প্রদান : মোবাইল ফোনে বিল পরিশোধের জন্য দেশে প্রতিনিয়ত বিল পরিশোধ কেন্দ্র বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া মোবাইলে নতুন নতুন সুবিধা যুক্ত হওয়ায় সৃষ্টি হচ্ছে অঞ্চলভিত্তিক সেবাকেন্দ্র। এর ফলেও কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে।

ঘ. নতুন খাতের সৃষ্টি : মোবাইল প্রযুক্তি বিস্তারের ফলে মোবাইল ব্যাংকিংয়ের মতো অসংখ্য নতুন খাতের সৃষ্টি হয়েছে, যার মাধ্যমে অনেক নতুন কর্ম প্রত্যাশীর কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ