শেয়ার করুন বন্ধুর সাথে

সিমের মালিকানা পরিবর্তন করা যায় না। তবে আপনি চাইলে আপনার সিমটির মালিকানা ট্রান্সফার করতে পারবেন। Banglalink এর ক্ষেত্রে, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রশন পরিবর্তন করতে চাইলে ২ জনের NID photocopy, 1 copy passport size photograph লাগবে। সিমটা সাথে করে যাবেন।  Grameenphone এর ক্ষেত্রে, মালিকানা ট্রান্সফারের জন্য সিমটির প্রকৃত মালিক, তার ১ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং তার ভ্যালিড NID সহ কাছাকাছি গ্রামীণফোন সেন্টারে যোগাযোগ করবেন। এবং সেই সাথে যার নামে মালিকানা পরিবর্তন করতে চাচ্ছেন তার ৩ কপি (পোস্টপেইডের এক্ষেত্রে, ২ কপি) পাসপোর্ট সাইজ ছবি এবং ভ্যালিড এনআইডি কার্ডটি সাথে করে নিয়ে যেতে হবে। এছাড়াও, মালিকানা ট্রান্সফারের জন্য প্রিপেইড নাম্বারের জন্য ৫০ টাকা এবং পোস্টপেইড নাম্বারের জন্য ১০০ টাকা চার্জ প্রযোজ্য হবে। রবি এবং অন্যান্য অপারেটারগুলোর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ