শেয়ার করুন বন্ধুর সাথে

ওয়াইফাই পাসওয়ার্ড পাওয়ার প্রথম উপায়–  যদি শুধু ওয়াইফাই সংযোগ করার পাসওয়ার্ড ভুলে যান তাহলে ওয়াইফাই সংযুক্ত ডিভাইসটি থেকে ইন্টারনেট ব্রাউজারে গিয়ে 192.168.0.1/192.168.1.1 অ্যাড্রেসে গেলেই Wireless অপশনে গেলেই পাসওয়ার্ড দেখতে পাবেন। 192.168.0.1/192.168.1.1 অ্যাড্রেসে ডিফল্ট লগিন আইডি এবং পাসওয়ার্ড থাকে টিপি-লিংকের ক্ষেত্রে অ্যাডমিন, টেন্ডার জন্য কিছুই লাগবেনা। ডি-লিংকের জন্য ইউজার নেম দেওয়াই থাকবে অ্যাডমিন শুধু রাউটার সেটআপের সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন তাই দিয়ে লগিন করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ