শেয়ার করুন বন্ধুর সাথে

আমরা জানি যে পদার্থ তৈরি পরমাণু দিয়ে, যার কেন্দ্রতে রয়েছে নিউট্রন এবং প্রোটন আর এই কেন্দ্রক ঘিরে রয়েছে ইলেকট্রন। প্রোটন কিংবা নিউট্রন কিন্তু মৌলিক কণা নয়, কারণ দেখা গেছে যে এদের ভেঙে পাওয়া যায় আরেক ধরনের মৌলিক কণা— যার নাম কোয়ার্ক। কণা পদার্থবিদরা দেখিয়েছেন যে আমাদের বিশ্বের মৌলিক কণাগুলিকে ১২টি ভাগে ভাগ করা যায়, যাদের মধ্যে রয়েছে ৬টি কোয়ার্ক ও ৬টি লেপ্টন। আমাদের পরিচিত ইলেকট্রন ঐ লেপ্টন কণার একটি। আর ঐ কোয়ার্ক মৌলিক কণা দিয়ে যে কণাগুলি গঠিত, তাদের বলে হ্যাড্রন। প্রোটন, নিউট্রন কণাগুলি সব হ্যাড্রন প্রজাতির কণা। যে বলটি দিয়ে এই কোয়ার্ক বাঁধা রয়েছে প্রোটন ও নিউট্রনের মধ্যে, সেটিই দৃঢ় বল। এই দৃঢ় বলের বাহক হচ্ছে আরেকটি কণা, নাম তার গ্লুয়ন। ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ