শেয়ার করুন বন্ধুর সাথে

সেন্ট ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস মূলত ১৪ই ফেব্রুয়ারি উদ্‌যাপন করা হয়। ইতালির রোম-এ ২৬৯ সালে একজন পাদ্রী ও চিকিৎসক ছিলেন।খৃষ্টান ধর্ম প্রচার করার অভিযোগে রোমান সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাঁকে বন্দী করেন।বন্দী অবস্থায় জুলিয়াস ভ্যালেইটাইনস জনৈক কারারক্ষীর দৃষ্টহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করেন।এতে জুলিয়াস ভ্যালেইটাইনস কে রোমান সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস মৃত্যুদণ্ড দেন।দিনটি ছিল ১৪ই ফেব্রুয়ারি।৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউও ১ম জুলিয়াস ভ্যালেইটাইনস স্মরণে ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন দিবস ঘোষণা করেন।আক্ষরিক অর্থে প্রেমিক-প্রেমিকার ভালবাসার প্রকাশের দিন হলেও মূলত ভ্যালেন্টাইনস ডে একটি সার্বজনীন দিবস।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ