শেয়ার করুন বন্ধুর সাথে

কন্সটেবল পদে সাধারণ একবার ভেরিভিকেশন করা হয় এবং S I পদে সর্বনিম্ন ৪বার এবং ক্ষেত্র বিশেষে সর্বোচ্চ ৬-র উর্ধ্বে করা হয়। এটা মূলত একটা Identify system. এর মাধ্যমে চাকুরি প্রার্থীর সামাজিক ও ব্যক্তিগত জীবনের চূড়ান্ত পদ্ধতিতে যাচাই বাছাই করা হয়। নিম্নোক্ত যাচাই বাছাইগূলোতে ভেরভিকেশন হয় অবৈধ লেনদেন বা সন্ত্রাসী কার্যকালাপ, জঙ্গিবাদ ইত্যাদির সাথে জড়িত থাকা। কোন মামলা ফসাদে পড়েছিল কিনা তা পর্যবেক্ষণ চাকুরি প্রার্থী মাদকের সাথে জড়িত কিনা এইসব কারণে ভেরিয়েশন করা হয়। তবে আরো অনেক বিষয় রয়েছে কিন্তু ওপরে তিনটা বৈশিষ্ট্য সবচেয়ে বেশি গুরুত্ত্ব দেওয়া হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ