শেয়ার করুন বন্ধুর সাথে

১. ফেসবুক আপনার আইডিতে সন্দেহজনক কার্যক্রম লক্ষ করলে একাউন্ট ডিজেবল করে দিবে। ২. আইডিতে ফেক নেম, স্টাইল করা নেম ব্যবহার একাধিক একাউন্ট থেকে যদি এই ফর্মে আপনার আইডি রিপোর্ট আসে তাহলে আপনার আইডি ফেসবুক ডিজেবল করে দিবে ৩. আইডিতে একাধিক বার Spaming করলে ও একাউন্ট ডিজেবল হয়ে যাবে। ৪. একদিনে 500 ফ্রেন্ড রিকুয়েষ্ট সেন্ড করলেও আইডি ডিজেবল হতে পারে। ৫. আইডি একাধিক ডিভাইসে লগইন করা থাকলে ডিজেবল হবে ৬. একাউন্ট বার বার ভেরিফাইয়ে পড়লে এবং তা নিশ্চিত না করতে পারলে ডিজেবল হবে একাউন্ট। ৭. ১৩ বছরের নিচে জন্ম সাল দেওয়া থাকলে আইডি ডিজেবল হবে। এছাড়াও আরো অনেক কারণে ফেসবুক একাউন্ট ডিজেবল হতে পারে উপরে তার মধ্যে কিছু কারণ উল্লেখ করলাম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ