শেয়ার করুন বন্ধুর সাথে

কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাযের হিসাব নেয়া হবে।যার নামায ঠিক থাকবে তার সব আমল ঠিক থাকবে।যার নামায ঠিক থাকবে না,তার সকল আমল বিনষ্ট হবে(তিরমিজী ২৭৮)। একজন বিধর্মীর সাথে একজন মুসলমানের পার্থক্য করা হয় নামায দিয়ে।আল্লাহর রাসুলের কাছে একজন অন্ধ এসে বলেছিলেন তাকে নামায থেকে নকছুদ দেয়া যায় কিনা।রাসুল বলেন,তুমি যদি আজান শুনে থাকো তাহলে মসজিদে এসে জামাতে নামায পড়বা।একজন অন্ধকে নাময থেকে রেহাই দেয়া হয়নি।সুতরাং নামায না পড়ে জান্নাতে যাবার কোনো উপায় নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ